গত ৭০ বছরের মধ্যে পাকিস্তানের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে অভিষেক হলো আসিফ আফ্রিদির। সোমবার (২০ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে অভিষিক্ত হন ৩৮ বছরের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।
সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান স্কোয়াডে জায়গা পেলেও মূল একাদশে জায়গা মেলেনি আসিফের। তবে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের ২৬০তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হলো ৩৮ বছর বয়সী এই বাঁহাতি স্পিনারের।
আসিফের চেয়ে বেশি বয়সে পাকিস্তানের জার্সি গায়ে টেস্ট অভিষেকের ঘটনা আছে আর মাত্র দুটি, সেটিও ৭০ বছর আগে। ১৯৫৫ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে লাহোরে অভিষেক টেস্টে মিরান বখশের বয়স ছিল ৪৭ বছর। আর ১৯৫২ সালে পাকিস্তানের হয়ে নিজের প্রথম টেস্ট খেলতে নামার সময় আমির এলাহির বয়স ছিল ৪৪ বছর ৪৫ দিন।
এদিকে, সোমবার রাওয়ালপিন্ডিতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৫৯ রান তোলে স্বাগতিকরা। ওপেনার আব্দুল্লাহ শফিক ৫৭ ও অধিনায়ক শান মাসুদ ৮৭ রান করেন। সৌদ শাকিল ও সালমান আগা অপরাজিত আছেন যথাক্রমে ৪২ ও ১০ রানে।
দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেন প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ।








-20251026033135.jpg)































আপনার মতামত লিখুন :