ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
ইউপি নির্বাচন

লক্ষ্মীপুরে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা

ভোরের মালঞ্চ | স্টাফ রিপোর্টার এপ্রিল ২২, ২০২৪, ০৯:০০ পিএম লক্ষ্মীপুরে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা

লক্ষ্মীপুরের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা ও নির্বাচনী আচরণবিধি-সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ এপ্রিল) দুপুরে সদর উপজেলা পরিষদের হলরুমে এ সভা হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান। 


এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংঙ্কা দত্ত, জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমান, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) কর্মকর্তা মোরশেদুর রহমান, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) জেলা উপ-পরিচালক বশির আহমদ, জেলা আনাসার ভিডিপি অ্যাডজুটেন্ট কমান্ড্যান্ট মো. সোহাগ পারভেজসহ আরও অনেকে। 


এছাড়া ২ নং দক্ষিণ হামছাদী, ৩ নং দালাল বাজার, ৬ নং বাঙ্গা খাঁ, ১৫ নং লাহারকান্দি ও ১৯ নং তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য (মেম্বার) এবং সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থীরা উপস্থিত ছিলেন। 


জেলা প্রশাসক সুরাইয়া জাহান অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে প্রার্থীদের আশ্বাস দেন। পাশাপাশি  নির্বাচনী আচারণবিধি মেনে চলতে প্রার্থীদের প্রতি আহ্বান জানান। 


আগামী ২৮ এপ্রিল সদর উপজেলার এই ৫টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। 
 

Side banner