ঢাকা রবিবার, ১১ মে, ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

লক্ষ্মীপুরে আগুনে কৃষকের ৩ গরু দগ্ধ

ভোরের মালঞ্চ | স্টাফ রিপোর্টার এপ্রিল ২০, ২০২৫, ০২:০৭ পিএম লক্ষ্মীপুরে আগুনে কৃষকের ৩ গরু দগ্ধ

লক্ষ্মীপুরে কৃষক খলিলুর রহমানের তিনটি গৃহপালিত গরু দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে মারা গেছে।

 

রোববার (২০ এপ্রিল) সকাল ৮টার দিকে কৃষক খলিলুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ভোররাতে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের (৬ নম্বর ওয়ার্ড) নূর নবী হেডম বাড়িতে কৃষক খলিলুর রহমানের গোয়ালঘরে আগুন দেয় দুর্বৃত্তরা।

কৃষক খলিলুর রহমান কুশাখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের মেজো ভাই।

 

ক্ষতিগ্রস্ত কৃষক খলিলুর রহমান ঢাকা মেইলকে জানান, রাত আড়াইটার দিকে হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। দরজা খুলে দেখি আমার গরু-ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে। শত চেষ্টা করেও তিনটি গরুর একটিকেও বাঁচাতে পারিনি। ধারণা করা হচ্ছে যে এটি একটি পরিকল্পিত ঘটনা। গরু চুরি না করতে পেরে পেট্রোল দিয়ে গোয়ালঘরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

 

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান মুঠোফোনে ঢাকা মেইলকে জানান, বিষয়টি তিনি শুনেছেন। পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে রয়েছেন। স্থানীয় গ্রাম-পুলিশ, শান্তির হাটবাজারের নাইট-গার্ডদের সঙ্গে কথা বলে সঠিক রহস্য উদ্‌ঘাটনে পুলিশ মাঠে রয়েছে।

Side banner