ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২

লটারিতে স্কুলে ভর্তি : মাউশির নতুন নির্দেশনা

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক ডিসেম্বর ১৩, ২০২৫, ০৮:১৪ পিএম লটারিতে স্কুলে ভর্তি : মাউশির নতুন নির্দেশনা

সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ১৭ ডিসেম্বর থেকে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এক নির্দেশনায় ৩০ ডিসেম্বরের মধ্যে ভর্তির সব কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দিয়েছে।

 

ভর্তি কার্যক্রমের সময়সূচি

 

সম্প্রতি মাউশির মাধ্যমিক বিভাগের উপ-পরিচালক এবং ঢাকা মহানগর ভর্তি কমিটির সদস্যসচিব মো. ইউনুছ ফারুকী স্বাক্ষরিত চিঠিতে ভর্তি কার্যক্রমের বিস্তারিত সময়সূচি জানানো হয় :

 

নির্বাচিত তালিকা থেকে ভর্তি  ১৭ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত । প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি  ২২ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত (আসন শূন্য থাকা সাপেক্ষে)।

 

 দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি  ২৭ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত (আসন ফাঁকা থাকা সাপেক্ষে)। 

 

মাউশির নির্দেশনা

 

মাউশি নিশ্চিত করেছে যে ডিজিটাল লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা এবং প্রথম ও দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা ইতিমধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে।

 

নির্বাচিতদের ভর্তি : প্রথমে নির্বাচিত তালিকা থেকে ১৭ থেকে ২১ ডিসেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

 

অপেক্ষমাণদের সুযোগ : নির্বাচিতদের ভর্তি শেষে কোনো আসন শূন্য থাকলে, যথাক্রমে প্রথম ও দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন করতে হবে।

 

এই নির্দেশনার মধ্য দিয়ে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তির দীর্ঘ প্রক্রিয়াটি ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করার তাগিদ দেওয়া হলো।

Side banner