লক্ষ্মীপুরের বশিকপুরে শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি (এস.এস.সি ও দাখিল ফরম পূরণ ফি) প্রদান করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে সদর উপজেলার বশিকপুর ইসলামিয়া মহিলা আলিম (প্রস্তাবিত) মাদরাসার হলরুমে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
রোটারী ক্লাব অব ঢাকা মেগা সিটি ও অন্যান্য দাতা সংস্থার সহযোগিতায় কাজী ফাউন্ডেশন বাংলাদেশ ৬০ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা বৃত্তি তুলে দেয়। এছাড়া, কৃষিতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে এক হাজার টাকা মূল্যের সার বিতরণ করে।
কাজী ফাউন্ডেশন’র চেয়ারম্যান কাজী মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা শিক্ষা সুপারভাইজার মো. মাকসুদ আলম। অন্যান্যদের মধ্যে ছিলেন, বাংলাদেশ নিকাহ রেজিষ্টার কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক নান্নু, নোয়াখালী গার্মেন্টস এক্সোসরিস ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সুমন, ফাউন্ডেশনটির সেক্রেটারি কাজী আজিম শাহ, ভাইস চেয়ারম্যান মাওলানা মোরশেদ আলম, বৃহত্তর সমাজসেবক আবুল বাশার, , বেল্লাল হোসেন ও আবদুল আজিজসহ আরও অনেকে।
বক্তারা বলেন, শিক্ষা বৃত্তি ছাত্র-ছাত্রীদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেসব শিক্ষার্থী আর্থিক সমস্যার কারণে তাদের শিক্ষাজীবন থেকে পিছিয়ে পড়ছে, তাদের জন্য শিক্ষা বৃত্তি একটি আশীর্বাদ স্বরূপ। এটি শুধু তাদের ভবিষ্যৎ গঠনে সহায়তা করে না বরং তাদের আত্মবিশ্বাস এবং মানসিক শক্তি বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা পালন করে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, শিক্ষা জীবনে সফল হতে হবে। বশিকপুরের সুনাম বৃদ্ধিতে চেষ্টা করতে হবে। পিতা-মাতা ও শিক্ষকদের নির্দেশনা মেনে চলতে হবে। তাছাড়া এখন প্রতিযোগিতা বেশি। সফল হতে হলে, কঠোর পরিশ্রম করতে হবে। সিদ্ধান্ত নিতে হবে, ভালো ফলাফল করার। তবেই তোমরা সফলকাম হবে। এছাড়া পড়ালেখা করতে গিয়ে, অর্থ সংকটে থেমে যেতে হবে না। কারন, কাজী ফাউন্ডেশন বাংলাদেশ সর্বদা তোমাদের পাশে থাকবে।




-20260125050728.jpg)




-20260121194743.jpg)




-20260117175219.jpg)
-20260117175020.jpg)






-20260121194743.jpg)




-20260125050728.jpg)
আপনার মতামত লিখুন :