লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পূর্বপরিকল্পিতভাবে এক যুবককে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর চর আবাবিল এলাকার ডালি কান্দি বিলসংলগ্ন সিকদার বাড়ির সামনে এ নৃশংস হামলার ঘটনা ঘটে।
এ হামলায় গুরুতর আহত হন আশরাফুল ইসলাম (২৪)। তিনি ওই এলাকার বাসিন্দা মো. আজিজুল হকের ছেলে। বর্তমানে আশরাফুল ইসলাম ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জেরে অভিযুক্তরা কৌশলে মোবাইল ফোনে ডেকে এনে আশরাফুল ইসলামকে ঘিরে ধরে। পরে লোহার হাতুড়ি দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি আঘাত করা হয়। একপর্যায়ে শ্বাসরোধ করে হত্যারও চেষ্টা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
হামলায় আশরাফুল ইসলামের মাথায় মারাত্মক রক্তক্ষরণ হয় এবং হাত-পা ভেঙে যায়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে লক্ষ্মীপুর সদর হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে আইসিইউ সংকটের কারণে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মাথায় অস্ত্রোপচার করা হয়েছে এবং বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহতের বাবা মো. আজিজুল হক বাদী হয়ে রায়পুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় নাহিদ বেপারী, শাহীন বেপারী, হাবিব বেপারী, সুফিয়ান বেপারী, বজু বেপারী, শাকিল বেপারী ও সোহাগ বেপারীসহ মোট ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫–১৬ জনকে আসামি করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, মামলা নম্বর ৮, দায়েরের তারিখ ১৬ জানুয়ারি ২০২৬। মামলার ধারাগুলো হলো ১৪৩/৩৪২/৩২৩/৩২৫/৩০৭/৩৪ দণ্ডবিধি।
স্থানীয়রা জানান, এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে রায়পুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মামলা গ্রহণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্তদের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।




-20260125050728.jpg)




-20260121194743.jpg)




-20260117175219.jpg)
-20260117175020.jpg)






-20260121194743.jpg)




-20260125050728.jpg)
আপনার মতামত লিখুন :