ঢাকা বুধবার, ০১ অক্টোবর, ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

ফুসফুসে পানি জমে গেলে কী হয়? জানুন লক্ষণ ও করণীয়

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১২:০৬ পিএম ফুসফুসে পানি জমে গেলে কী হয়? জানুন লক্ষণ ও করণীয়

ফুসফুস আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি ঠিকমতো কাজ না করলে শরীরের সব কার্যক্ষমতাই ব্যাহত হয়। আর এই অঙ্গটি যখন ক্ষতিগ্রস্ত হয় পানি জমার কারণে, তখন তা হতে পারে বিপজ্জনক। ডাক্তারি পরিভাষায় একে বলা হয় পালমোনারি এডেমা।

 

সময়মতো চিকিৎসা না করালে এই অবস্থা প্রাণঘাতীও হয়ে উঠতে পারে। চলুন, জেনে নিই ফুসফুসে পানি জমার লক্ষণ ও কী করলে আপনি বিপদ এড়াতে পারেন।

 

মূল লক্ষণগুলো কী কী?


১। শ্বাসকষ্ট ও ক্লান্তি
হাঁটলে বা সিঁড়ি ভাঙলে অতিরিক্ত ক্লান্তি,
শুয়ে থাকলে শ্বাস নিতে কষ্ট,
ডুবে যাওয়ার মতো অনুভূতি,
ফেনাযুক্ত, মাঝে মাঝে রক্তমিশ্রিত কাশি,
বুক ধড়ফড় করা বা অনিয়মিত হার্টবিট,
ঠাণ্ডা, ঘামাচির মতো ত্বক।

 

২। পা ও গোড়ালিতে ফোলাভাব
ফুসফুসে পানি জমলে শরীরের রক্তসঞ্চালন বাধাপ্রাপ্ত হয়, যার ফলে পা ফুলে যায়, জুতা আঁটসাঁট লাগে, গোড়ালিতে ব্যথা বা ভারী ভাব

 

৩। টানা কাশি ও কফ
কফের সঙ্গে ফেনা বা গোলাপি রঙের থুতু,
রাতে কাশি বেড়ে যাওয়া,
বুকে চাপ, ভারী লাগা বা ব্যথা।

৪।

ঘুমের সমস্যা ও অস্থিরতা
বারবার ঘুম ভেঙে যাওয়া,
বালিশ ছাড়া শুতে না পারা,
দুশ্চিন্তা বা অজানা ভয়ের অনুভূতি।

 

কখন চিকিৎসকের কাছে যাবেন?
উল্লিখিত কোনো লক্ষণ যদি বারবার দেখা দেয় বা দীর্ঘস্থায়ী হয়, তাহলে দেরি না করে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। 

 

ফুসফুসের যত্ন নিতে যা করবেন
ধূমপান এড়িয়ে চলুন।
নিয়মিত হাঁটুন ও ব্যায়াম করুন।
দূষণ এড়াতে মাস্ক ব্যবহার করুন।

 

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান।
সর্দি-কাশি বা শ্বাসকষ্ট হলে অবহেলা করবেন না।

 

সূত্র : এবিপি

Side banner