ঢাকা রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

সময় বাড়িয়ে রাত থেকে নতুন সূচিতে মেট্রোরেল

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক মার্চ ২৭, ২০২৪, ১২:৫৮ পিএম সময় বাড়িয়ে রাত থেকে নতুন সূচিতে মেট্রোরেল

ঈদের সামনে যাত্রী চাহিদার কথা বিবেচনায় নিয়ে নতুন সময়সূচিতে চলাচল শুরু করতে যাচ্ছে রাজধানীর অন্যতম জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল।

 

বুধবার রাত থেকে উত্তরা ও মতিঝিল স্টেশনের সর্বশেষ ট্রেন পাওয়া যাবে আরো একঘণ্টা বেশি।

 

নতুন সূচিতে উত্তরা উত্তর থেকে মতিঝিলের উদ্দেশ্যে প্রথম মেট্রোরেল ছাড়বে সকাল সাতটায়। আর শেষ ট্রেন ছাড়বে রাত ৯টায়।

 

আর মতিঝিল থেকে উত্তরা উত্তরের গন্তব্যে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে, আর প্রথম ট্রেন শুরু হবে সকাল সাড়ে সাতটায়।

 

আগের সূচিতে মতিঝিল থেকে সবশেষ ট্রেন ছাড়তো রাত আটটা ৪০ মিনিটে। আর উত্তরা থেকে সবশেষ ট্রেন ছাড়তো রাত আটটায়।

 

পিক আওয়ারে আট মিনিট এবং অফপিকে ১২ মিনিট পরপর চলবে মেট্রো। নতুন সূচি সমন্বয় করতে ট্রেন চলাচলের সংখ্যা বাড়ছে ১০ বার।

 

নতুন সূচির আগে দিনে ১৮৪ বার চলাচল করতো মেট্রোরেল, এখন করবে ১৯৪ বার।

 

 

রমজান মাসে র‍্যাপিড পাস বা এমআরটি পাসে ৬০ মিনিটের বদলে ৭৫ মিনিট পর্যন্ত ‘পেইড জোনে’ অবস্থান করার সুযোগ দেওয়া হয়েছে।

 

এদিকে এ বছর পবিত্র ঈদের দিন মেট্রোরেল বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। যদিও আগের বছর ঈদে চালু ছিলো। 

Side banner