কুমিল্লা ব্যুরো:
কুমিল্লায় বজ্রপাতে দুই শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ৪ জনের মধ্যে মুরাদনগর উপজেলার কোরবানপুর গ্রামে বজ্রপাতে দুই কৃষক ও বরুড়ায় উপজেলার পয়ালগুচ্ছ গ্রামে বজ্রপাতে ২ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।
পুলিশ জানায়, সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে মুরাদনগর উপজেলার কোরবানপুরে মাঠে কাজ করার সময় নিখিল দেবনাথ ও পাশের দেওরা গ্রামের জুয়েল ভুইয়া নামে দুইজন মারা যায়। জানা যায়, ওই সময় তারা মাঠে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এছাড়া দুপুরে কুমিল্লা বরুড়া উপজেলার হরিপুর পয়ালগুচ্ছ গ্রামে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়। দুপুর সাড়ে ১২ দিকে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশুর নাম ফরহাদ হোসেন (১২) ও সাইমন হোসেন (১২) ,
স্থানীয়রা জানান, দুপুরে পয়ালগুচ্ছ গ্রামের মাঠে ঘুড়ি উড়াতে যায় ওই দুই শিশু। এ সময় বজ্রপাতে দুজনেই গুরুতর আহত হয়। স্থানীয়দের সহায়তায় বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।




-20260125050728.jpg)




-20260121194743.jpg)




-20260117175219.jpg)
-20260117175020.jpg)






-20260121194743.jpg)




-20260125050728.jpg)
আপনার মতামত লিখুন :