ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

রায়পুরে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত

ভোরের মালঞ্চ | স্টাফ রিপোর্টার অক্টোবর ৪, ২০২৫, ০৯:১০ পিএম রায়পুরে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের রায়পুরে জামায়াতে ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বিকালে পৌরসভা ৬ নং ওয়ার্ড জামায়াত এ আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য ফারুক হোসেন নুরনবী। 

 

রায়পুর পৌরসভা জামায়াতের ৬ নং ওয়ার্ড যুব সমাবেশে অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মমিন উদ্দিন আহমেদ পাটোয়ারী, ইসমাইল হোসাইন, পৌরসভা আমির হাফেজ মাওলানা ফজলুল করিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট আব্দুল আউয়াল রাসেল, পৌরসভার সেক্রেটারি আশরাফুর রহমান রাকিব, সহকারী সেক্রেটারি মোঃ ফজলুল করিম, যুব বিভাগের পরিচালক সাইফুর রহমান রাকিব, ৬ং ওয়ার্ড সেক্রেটারি 
নুর আলম ভূঁইয়া, ফজলে রাব্বি ফয়সাল সহ আরও অনেকে। 

 

এসময় বক্তারা বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যুব সমাজকে নেতৃত্ব দিতে হবে। যুগে যুগে যুবকরাই ইতিহাসের বাঁক পাল্টাতে নেতৃত্ব দিয়েছেন। যার তরতাজা উদাহরণ জুলাই অভ্যুত্থান।
 

Side banner