লক্ষ্মীপুরে ১০ কোরআনের হাফেজকে পাগড়ি পরিয়ে সম্মাননা দেওয়া হয়েছে। ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় হাফেজদের বাবাদের। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকার তা’লীমুল উম্মাহ ইসলামী একাডেমী মিলনায়তনে এ আয়োজন করা হয়। কোরআনে হাফেজ হওয়ার পর এমন স্বীকৃতি পেয়ে হাফেজদের চোখে-মুখে ছিল আনন্দের ঝিলিক।
এদিকে, ১০ হাফেজকে পাগড়ি ও সন্মাননা প্রদানকে কেন্দ্র করে ‘দস্তারবন্দী সম্মেলন ও ইসলামী মাহফিল’ এর আয়োজন করে মাদরাসা কর্তৃপক্ষ। অনুষ্ঠানে তা’লীমুল উম্মাহ ইসলামী একাডেমী’র পরিচালক এইচ.এম লোকমান মাজহারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বটতলী জামিয়া আশরাফুল মাদারিস’র মুহতামিম মুফতী মামুনুর রশীদ।
মাদরাসা শিক্ষক শাহাদাত হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থি ছিলেন, রামগতি রওযাতুল উলূম ইসলামিয়া মাদরাসার পরিচালক মাওলানা কামাল উদ্দিন তাহেরী। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, বটতলী জামিয়া আশরাফুল মাদারিস’র মুহাদ্দিস মাওলানা সোলায়মান, সাবেক মুহাদ্দিস মাওলানা মাহবুবুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌরসভার সেক্রেটারি মাওলানা জাহিদ হোসাইন, বাংলাদেশে জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর পৌরসভা ১১ নং ওয়ার্ড’র সেক্রেটারি জামাল কবির, আবরার ফাউন্ডেশনের পরিচালক মোরশেদ আলম অমিসহ আরও অনেকে।
বক্তারা বলেন, কুরআন মানবতার মুক্তির সনদ। পথহারা মানুষকে আলোর পথ দেখাতে আল্লাহতায়ালা কুরআন নাজিল করেছেন। আজকের অস্থির পৃথিবীতে শান্তির সুবাতাস ছড়িয়ে দিতে হলে আমাদের আবার কুরআনের কাছে ফিরে যেতে হবে। কারন, আল-কুরআন দুনিয়া ও আখেরাতের সকল সমস্যার সমাধান।
আরও বলেন, কুরআনে হাফেজরা আলোর দিশারি। আল্লাহ তাদের অন্তরে কুরআনের প্রতিটি অক্ষর গেঁথে দিয়েছেন। তাদের মধুর কণ্ঠে কুরআনের আয়াত মুসল্লিদের মুগ্ধ করবে। তাদের দেখে সবাই কুরআন শিক্ষায় উদ্বুদ্ধ হবে।




-20260125050728.jpg)




-20260121194743.jpg)




-20260117175219.jpg)
-20260117175020.jpg)






-20260121194743.jpg)




-20260125050728.jpg)
আপনার মতামত লিখুন :