ঢাকা রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

শাশ্বত স্মৃতি

ভোরের মালঞ্চ |  নাহিদ ফেরদৌস  এপ্রিল ১, ২০২৩, ১০:০৬ পিএম শাশ্বত স্মৃতি

আমরা দুজন, এইতো সেদিন
কৈশরে গালগল্প হতো,
পর্ণমোচীর রঙ্গিন পাতায় ।
গাল ফোলানি ফাগুন আগুন
গল্প হতো সবুজ হলুদ।

যৌবনে গাল গল্প হতো
ডিঙ্গী নৌকায়,শাপলা তোলায়,
আলগোছা মেঘ ধরার ছলে,
স্বপ্ন তোলা থাকতো কেমন
থোকায় থোকায় ।

মাঝ বয়সে গল্প শুরু
ভিন্নরকম,কাগজ কলম
মন উচাটন, উড়ুউড়ু।
আবার না হয় হলোই শুরু,
মনের ঘরের এই ঠিকানায়।

শেষ বয়সে লিখে যদি
না আসে আর..
দ্বিধান্বিত উত্তর আমার।
বন্ধু আমার, বুঝে নিও
গল্পেরও শেষ থাকতে আছে।
যেমন মিশে দূর্বা ঘাসে
বিদায় আলো সূর্য ডোবার।

হয়তো আবার গল্প হবে
সন্ধ্যেমাখা হাট খোলাতে,
চাঁদনী তলায়, খুব অবেলায়
টইটুম্বুর নদীর ধারে,
গল্প হবে সামনে কিম্বা
অভিসারে !
বন্ধু আমার!
প্রতীক্ষাতে থাকবো তোমার,
হিজল ফুলের পাপড়ি হয়ে
আসছে বেলার পরপারে !

 

Side banner