ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশসহ ৬ দেশ

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৬:২২ পিএম ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশসহ ৬ দেশ

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্তত ছয় দেশে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর উৎপত্তিস্থল ভারতের আসামের উদালগুরি। আজ রোববার বিকেল ৫টা ১১ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

 

মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ সর্ম্পকে জানা যায়নি।

 

সংস্থাটি জানিয়েছে, দক্ষিণ এশিয়ার ছয় দেশ- বাংলাদেশ, নেপাল, ভারত, মিয়ানমার, ভুটান ও চীনে এই ভূমিকম্প অনুভূত হয়েছে।

 

আবহাওয়া অধিদফতর সূত্র জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৮০ কিলোমিটার দূরে ভারতের আসাম রাজ্যে।

Side banner