লক্ষ্মীপুর পৌরসভার কালু হাজি রোডের মিঝি বাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে চরম জলাবদ্ধতার সমস্যা চলছে। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিপাতেই এলাকাটি পানিতে তলিয়ে যায়। এর ফলে প্রতিনিয়তই দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই এলাকার প্রায় ৩০০ জনেরও বেশি বাসিন্দাকে।
স্থানীয়রা জানান, গত ১ যুগের বেশি সময় ধরে সমস্যা চল লেও কোনো স্থায়ী সমাধান হয়নি। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি জমে থাকে দিনের পর দিন। বৃষ্টির পানি জমে যাওয়ায় শিশু, বৃদ্ধ ও নারীদের চলাচলে বিপাকে পড়তে হচ্ছে। নোংরা পানি ও কাদা মাড়িয়ে স্কুলগামী শিক্ষার্থীদের যেতে হয় বিদ্যালয়ে।
অভিযোগ রয়েছে, এলাকায় কোনো কার্যকর নালা বা ড্রেন তৈরি করা হয়নি। পুরনো রাস্তাঘাট ও অপরিকল্পিত অবকাঠামোর কারণে বৃষ্টির পানি সহজে বের হতে পারছে না। ফলে সামান্য বৃষ্টি হলেই এলাকা জলাবদ্ধ হয়ে যায়।
এলাকাবাসীর একজন বাসিন্দা বলেন, “বছরের পর বছর আমরা এ সমস্যার মধ্যে আছি। বর্ষাকাল এলেই ভোগান্তি বেড়ে যায়। স্বাস্থ্যঝুঁকিও তৈরি হয়। অনেক সময় ঘরের ভেতর পর্যন্ত পানি চলে আসে।”
স্থানীয়রা মনে করেন, সময়মতো কার্যকর ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তা সংস্কারের ব্যবস্থা নিলে এই জলাবদ্ধতার সমস্যা দূর হতে পারে। তারা দ্রুত স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন
আপনার মতামত লিখুন :