ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

লক্ষ্মীপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত ভোকাবুলারি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

ভোরের মালঞ্চ | স্টাফ রিপোর্টার সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৪:৩৫ পিএম লক্ষ্মীপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত ভোকাবুলারি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

লক্ষ্মীপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত ভোকাবুলারি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কেয়ার এডুকেশন স্কুল এন্ড কলেজ’র হল রুমে অনুষ্ঠানটি হয়।


প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসাইন, জেলা পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক এ.কে.এম আবু সাঈদসহ আর অনেকে।  


কেয়ার এডুকেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান আসাদ জানান, এ প্রতিযোগিতা কেবল বিদ্যালয়ের সীমাবদ্ধতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটি আগামীতে আরও বৃহৎ পরিসরে জেলা পর্যায়ে আয়োজন করা হবে। তিনি ভোকাবুলারি প্রতিযোগিতায় অংশগ্রহনকারী সকলকে ধন্যবাদ জানিয়েছেন। 


প্রধান অতিথি অধ্যক্ষ জাকির হোসাইন জানান, ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ইংরেজি ভাষা শিক্ষায় বিশেষ পারদর্শিতা অর্জন করতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদেরকে আন্তর্জাতিক মানে দক্ষ করে তুলবে।  


আলোচনা সভা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে সার্টিফিকেট, নগদ অর্থ ও আকর্ষণীয় উপহার সামগ্রী তুলে দেন।


জানা গেছে, ভোকাবুলারি প্রতিযোগিতাটি ইংরেজি শব্দভান্ডার সমৃদ্ধ করেনি বরং শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও মেধা বিকাশের সুযোগ পেয়েছে। ৩টি ধাপে প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা  অংশ নেয়।  
 

Side banner

গ্রামবাংলা বিভাগের আরো খবর