ভর্তি পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক ও ব্যতিক্রমধর্মী উদ্যোগের নজির স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা।
শুক্রবার (২৯ আগষ্ট) সকালে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের সহায়তায় তারা পানি, কলম ও স্যালাইন বিতরণ করেন।
শুধু তাই নয়, পরীক্ষার্থীদের নিরবচ্ছিন্ন মনোযোগ নিশ্চিত করতে পরীক্ষার সময় মোবাইল ফোন রাখার বিশেষ ব্যবস্থাও করেছে সংগঠনটি। পাশাপাশি, পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের জন্যও ছিল বিশ্রামাগারের ব্যবস্থা।
এ আয়োজনে সার্বিক তত্ত্বাবধান করেন ছাত্রশিবিরের শহর সভাপতি ফরিদ উদ্দিন এবং শহর অফিস সম্পাদক ইসমাইল হোসেন ফয়সাল। নেতৃত্বে ছিলেন শাখা সভাপতি আরমান হোসেন, সেক্রেটারি আব্দুল্লাহ আল মারুফ এবং সাংগঠনিক সম্পাদক সিয়াম আহমেদ রাফি।
পরীক্ষার্থীদের জন্য এমন মানবিক উদ্যোগ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।
অভিভাবকরা জানান, এইখানে এসে তাদের সহযোগিতায় ছেলেমেয়েরা নির্বিঘ্নে পরিক্ষা কেন্দ্রে গিয়েছে। তারা শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে বিভিন্ন উপহার ও দিয়েছে আমাদেরকে ও বসার সুযোগ করে দিয়েছে। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।
সহায়তা কেন্দ্র পরিদর্শন শেষে ছাত্রশিবিরের শহর সভাপতি ফরিদ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। তাদের যেন কোনো অসুবিধা না হয়, সে জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :