ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

সরকারি অফিসে পেনড্রাইভ ও হোয়াটসঅ্যাপ ব্যবহার নিষিদ্ধ

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক আগস্ট ২৬, ২০২৫, ০১:২৪ পিএম সরকারি অফিসে পেনড্রাইভ ও হোয়াটসঅ্যাপ ব্যবহার নিষিদ্ধ

সমস্ত সরকারি অফিসে পেনড্রাইভ ও হোয়াটসঅ্যাপ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে জম্মু ও কাশ্মীরের সরকার। একই সঙ্গে সরকারি কাজকর্মের জন্য হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারও সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। 

 

সরকারি আদেশ অনুযায়ী, জম্মু ও শ্রীনগরের সিভিল সেক্রেটারিয়েটের সমস্ত প্রশাসনিক বিভাগ এবং জেলার ডেপুটি কমিশনার অফিসের অফিসিয়াল ডিভাইসে পেনড্রাইভ ব্যবহার করা যাবে না। এ ছাড়া কোনো সরকারি তথ্য বা যোগাযোগ হোয়াটসঅ্যাপ বা অনিরাপদ অনলাইন পরিষেবার মাধ্যমে আদান-প্রদান করা যাবে না।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, অপারেশন সিঁদুরের সময় সাইবার হামলার জেরে এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সরকারের সাধারণ প্রশাসন বিভাগের কমিশনার সেক্রেটারি এম রাজু নতুন এই সিদ্ধান্ত কার্যকরের কথা জানান। সরকার বলছে, জম্মু ও কাশ্মীরের সরকারি তথ্য যাতে বেহাত না হয়, যাতে সাইবার হামলা এড়ানো যায় এবং নিরাপত্তা নিশ্চিত হয়, সে কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সরকারের সাধারণ প্রশাসন বিভাগের কমিশনার সেক্রেটারি এম. রাজু বলেন, সরকারি তথ্যের সুরক্ষা ও সাইবার হামলা রোধ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 


তিনি আরও বলেন, সরকারী তথ্যের গোপনীয়তা বজায় রাখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি কাজে হোয়াটসঅ্যাপ বা অনিরাপদ অনলাইন পরিষেবা ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ।

Side banner