ঢাকা বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

লক্ষ্মীপুরে পূর্ব বিরোধের জেরে ব্যবসায়ীকে মারধর

ভোরের মালঞ্চ | স্টাফ রিপোর্টার আগস্ট ৩০, ২০২৫, ১০:৩৩ এএম লক্ষ্মীপুরে পূর্ব বিরোধের জেরে ব্যবসায়ীকে মারধর

 লক্ষ্মীপুরে পূর্ব বিরোধের জেরে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে সদর উপজেলার চৌধুরী বাজার এলাকায় ঘটনাটি ঘটে। মারধরের বিচারের দাবিতে রায়পুর থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী।


ব্যবসায়ী রবিউল ইসলাম রায়পুর উপজেলার ৭নং বামনী ইউনিয়নের সাইছা গ্রামের লকিত উল্লা ভূঁইয়া বাড়ির মৃত আবদুল মান্নানের ছেলে। তিনি সদর উপজেলার চৌধুরী বাজারের ব্যবসায়ী। অভিযুক্তরা হলেন, একই এলাকার জালাল আহম্মদ’র ছেলে ফরিদ আহম্মদ, মুকবুল আহম্মদ’র ছেলে বাবুল, মুনসুর আহম্মদ’র ছেলে নাছির আহম্মদ, নাছিরের স্ত্রী বিলকিস আক্তার, নুর নবীর স্ত্রী রিনা বেগম, জাহাঙ্গীর আলম’র স্ত্রী জান্নাত বেগম। 


অভিযোগ সূত্রে জানা গেছে, রবিউল চা খেতে ঘটনাস্থলে যান। এসময় ফরিদ উদ্দিনসহ অন্যান্যরা এলোপাতাড়ি মারধর করে। গলা চেপে ধরে শাসরোধে হত্যাচেষ্টা করে। অভিযুক্তরা লুট করে নিয়ে যায় নগদ ২০ হাজার টাকা ও ২৪ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন। মারধরের ঘটনায় রবিউলের গলার নিচের অংশে ও পুরো শরিরে জখম হয়। 


হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিউল ইসলাম গণমাধ্যম কর্মীদের বলেন, দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সঙ্গে আমাদের বিরোধ চলে আসছে। অন্যায়ভাবে পূর্বে একাধিকবার আমাদের মারধর করেছে। বাড়ির চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখে।

ওরা প্রভাবশালী। আওয়ামী লীগ করতো। কখনো এলাকায় তাদের করা অন্যায়ের বিচার পায়নি। বৃহস্পতিবার ঘটনার সময় ফরিদ উদ্দিনসহ অন্যান্যরা আমার উপর অতর্কিত হামলা করে। শ্বাসরোধ করে হত্যাচেষ্টা করে। কিন্তু দোকানে মানুষ থাকায় সেটি সম্ভব হয়নি। পরবর্তীতে প্রাণনাশ ও মারধরের হুমকি দেয় তারা।  

 
আরও বলেন, ফরিদরা মারধর করে উল্টো আমাকে আসামি করে থানায় অভিযোগ দিয়েছে। অসুস্থ থাকায় পুলিশের সহযোগিতা নিতে দেরি হয়। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ থাকবে। তারা যেন আমার অভিযোগের ভিত্তিতে সরেজমিনে এসে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেন।    

 
অভিযোগের বিষয়ে ফরিদ উদ্দিনের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. মামুন হোসেন বলেন, ঘটনাটি নিয়ে দুই পক্ষ অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 

Side banner