ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

১৮৩তম গণশুনানিতে দুদকের মুখোমুখি ২৭ সরকারি দপ্তর

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৬:৪৬ পিএম ১৮৩তম গণশুনানিতে দুদকের মুখোমুখি ২৭ সরকারি দপ্তর

নেত্রকোনায় ১৮৩তম গণশুনানিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মুখোমুখি হয়েছে ২৭ সরকারি দপ্তর। রোববার (৭ সেপ্টেম্বর) নেত্রকোনায় ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’-স্লোগানে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। 

গণশুনানিতে ২৭টি সরকারি দপ্তরের দুদকের তফসিলভুক্ত ৯৩ অভিযোগের শুনানি হয়। এর মধ্যে একটি অভিযোগের বিষয়ে দুদকের অনুসন্ধান এবং ২২টি তাৎক্ষণিক সমাধান দেওয়া হয়।

 

দুদকের ময়মনসিংহের সমন্বিত জেলা কার্যালয় গণশুনানি আয়োজন করে। গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।

 

দুদক কমিশনার বলেন, দুর্নীতিকে প্রতিরোধ করার দায়িত্ব আপনার আমার সবার। যার যেটি দায়িত্ব তিনি সেটি পালন করবেন।

 

জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আকতার হোসেন এবং দুদকের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মাদ তাজুল ইসলাম ভূঁইয়া। 

 

সামাজিক সচেতনতা সৃষ্টি, সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর-সংস্থাগুলোর কর্মচারীদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করা, সেবার মান বৃদ্ধি, সেবাগ্রহীতাদের হয়রানি রোধ এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুদক সারাদেশে গণশুনানির আয়োজন করে।

 

সোমবার (৮ সেপ্টেম্বর) শেরপুর জেলার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের ১৮৪তম গণশুনানি অনুষ্ঠিত হবে।

Side banner