রাজধানীর উত্তরায় সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজির মামলায় এ এইচ এম নোমান রেজাসহ তিন জনকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (১২ সেপ্টেম্বর) চাঁদাবাজির মামলায় নোমান রেজা, তানজিল হোসেন ও ফারিয়া আক্তার তমাকে আদালতে তোলা হয়েছিল। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার রাতে উত্তরার ১৩ নম্বর সেক্টরের দেলোয়ার হোসেনের বাসায় ঢুকেন গ্রেফতারকৃতরা। এসময়, মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। সাড়ে ৫ লাখ টাকা নগদ আদায় করে বাকি টাকার জন্য সময় বেঁধে দেয়। তারা চলে গেলে পরিবারটি উত্তরা পশ্চিম থানায় মামলা করে।
পরবর্তীতে, ওইদিন রাতেই বিমানবন্দর থেকে প্রথমে নোমান রেজাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে উত্তরার জসীম উদ্দিন এলাকা থেকে অপর দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
উল্লেখ্য, নোমান রেজা ৫ আগস্টের পর থেকে সাংবাদিকসহ বিভিন্ন ব্যক্তির নামে জুলাই হত্যা মামলা দিয়ে এমন চাঁদাবাজি করে আসছিল। এনিয়ে বিমানবন্দর থানায় একাধিক অভিযোগও করেন ভুক্তভোগীরা।
আপনার মতামত লিখুন :