লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নবীন বরণ অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌমুহনী এস.এ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর জেডএম ফারুকী, কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, পরিচালক আবু তারেক, কলেজের কো-অর্ডিনেটর আবিদা বিন্তি, প্রভাষক সোলাইমান হক সজল, প্রদীপ ত্রিপুরা, ইউনুস মাহমুদ, শরীফ হোসেন, রাফি উদ্দিন, ফাতেমা আক্তার, ফারিয়া বিনতে নুর প্রমূখ।
বক্তারা বলেন, ইচ্ছাশক্তি বড় কথা। ইচ্ছাশক্তি ও চেষ্টা থাকলে সফল হবেন। আমি পড়বো। আমি সফল হবো। এই চিন্তা না থাকলে সফল হওয়া যাবে না।
অনেকেই বলে থাকে, অর্থ সব কিছু। এটি সঠিক নয়। অসংখ্য সফল ব্যক্তির পরিবার ধনী ছিলো না। খুবই কষ্ট করে তারা পড়ালেখা করেছে। অন্যের বাড়িতে লজিং থেকেছে। টিউশনি করেছে। এক কথায় তাঁর ইচ্ছাশক্তি ছিল। তাই কষ্ট ও পরিশ্রম করেছেন। এবং সফলও হয়েছেন তিনি।
আরও বলেন, ভালো ক্যারিয়ার গঠনে ইন্টারমিডিয়েট খুবই গুরুত্বপূর্ণ। কোনভাবেই এখন সময়কে নষ্ট করা যাবে না। সময়ের প্রতি যত্নশীল হতে হবে। পড়ালেখায় মনোযোগী হতে হবে। অপ্রয়োজনে মোবাইল-কম্পিউটার ব্যবহার করা যাবে না। বন্ধুদের সঙ্গে আড্ডা ও ঘুরতে যাওয়া যাবে না।সময়ের সঠিক ব্যবহার করতে হবে। তাহলে তোমাদের ভবিষ্যত সুন্দর ও আলোকিত হবে। এখন পরিশ্রম করলে, পরবর্তীতে সুফল ভোগ করবে।
শিক্ষার্থীদের সচেতন করে বলেন, সঠিকভাবে বন্ধু নির্বাচন করবে। খারাপ বন্ধুদের সঙ্গে চলাফেরা করা যাবে না। একজন খারাপ বন্ধু-বান্ধবী তোমার ক্যারিয়ার শেষ করে দিতে পারে। আর শিক্ষক ও অভিভাবকদের কথা শুনবে। ওনারা তোমাকে অন্ধকার নয় আলোর পথ দেখাবে।
বর্তমান সমাজের অনেক কিছু চাকচিক্যময় মনে হতে পারে। তাই বলে পড়ালেখা বাদ দিয়ে ওসবে নিজেকে বিলিয়ে দেওয়া যাবে না। ওগুলো তোমার জীবন ধ্বংস করে দিবে। তোমার ভবিষ্যত শেষ করে দিবে। অতএব দেখতে চাকচিক্যময় হলেও এসব থেকে দূরে থাকতে হবে। এখন শুধু পড়ালেখা করতে হবে তোমাকে।
আপনার মতামত লিখুন :