ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

পোশাক নিয়ে কাউকে হেয় করা চলবে না : সাদিক কায়েম

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১১:৪২ এএম পোশাক নিয়ে কাউকে হেয় করা চলবে না : সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল প্রায় নিরঙ্কুশ জয় অর্জন করেছে। বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথম তারা এমন সাফল্য পেয়েছে। নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, বিজয়ীদের সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বীর ভোটের ব্যবধান কয়েক হাজারেরও বেশি।

 

শিবির ডাকসু জেতার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে যে বিষয়টি, সেটি নারীদের পোশাক ও কট্টর ইসলামিক পন্থার দিকে ধাবিত হওয়ার শঙ্কা।

 

অনেকে বলছে, শিবিরের বিজয়ের পর স্বাধীনতা খর্ব হওয়ার আশঙ্কাও রয়েছে। তবে এসব ভাবনা ও শঙ্কাকে উড়িয়ে দিয়ে ডাকসুর নব-নির্বাচিত ভিপি সাদিক কায়েম বললেন, কারো স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারবে না।

 

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন সাদিক কায়েম। শিবিরের মাঝে নিজেদের কাঙ্খিত নেতৃত্ব খুঁজে পেয়েছেন নারীরা, এমনটা উল্লেখ করে সাদিক কায়েম বলেন, ‘নারীরা যে নেতৃত্ব চান, সে নেতৃত্ব আমাদের জোটের মধ্যেই তারা খুঁজে পেয়েছেন।

 

তাই তারা আমাদের প্রতি আস্থা রেখেছেন। একটি বিষয় পরিষ্কারভাবে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি মাল্টিকালচারাল প্রতিষ্ঠান। এখানে স্বাধীনতা সীমিত করার কোনো সুযোগ নেই। হিজাব পরা শিক্ষার্থীর যেমন অধিকার আছে, তেমনি নন-হিজাব বা আধুনিক পোশাক পরা শিক্ষার্থীরও সমান অধিকার আছে।

 

পোশাকের পছন্দ, ব্যক্তিগত পরিচয় বা প্রতীক নিয়ে কাউকে হেয় করা, হস্তক্ষেপ করা কিংবা কোনো সিম্বলকে অপরাধী করা- এসব একেবারেই চলবে না। যার যে অধিকার, যে চয়েস, যে-  রুচিসে তাই করবে এবং তার স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারবে না।’

 

নারীদের নিরাপত্ত নিশ্চিত করতে কাজ করবে শিবির, এমনটা উল্লেখ করে সাদিক কায়েম বলেন, ‘ডাকসু নির্বাচনের মাধ্যমে আমাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যে প্রপাগান্ডা চালানো হয়েছিল, তা ভেঙে গেছে। নারীর অধিকার, তাদের সুরক্ষা এবং নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার যে প্রতিশ্রুতি আমরা প্রতিষ্ঠার পর থেকেই দিয়ে আসছিলাম, বিগত সময়ে তা গণমাধ্যমে প্রকাশ পেতে দেওয়া হয়নি। তবে জুলাই বিপ্লবের পর এক বছর ধরে আমাদের কার্যক্রমের মাধ্যমে আমরা প্রমাণ করেছি, এ প্রতিশ্রুতি শুধু মুখের কথা নয়।

 

নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা পর্যন্ত আমরা থামব না- এটাই আমাদের স্লোগান। আমাদের ইশতেহারে নারীদের নিরাপত্তা ও অধিকারকে কেন্দ্র করে একাধিক দাবি উত্থাপন করা হয়েছে। এরই মধ্যে আমরা স্যানিটেশন, স্বাস্থ্যসেবা ও আবাসন সংক্রান্ত সমস্যাগুলো সমাধানে পরিকল্পনা নিয়েছি এবং শিগগির এসবের বাস্তবায়ন শুরু হবে।’

 

বিভাজনের রাজনীতি নয়, বরং সব শিক্ষার্থীর পাশে থাকতে চান উল্লেখ করে সাদিক কায়েম বলেন, “এখানে বিভাজন বা ‘অন্যকরণ’ (Othering) চলতে পারে না। যে কোনো হলের শিক্ষার্থী সমস্যায় পড়লে আমরা পাশে থাকব। আমাদের পরিচয় একটাই- আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কাজের মাধ্যমেই আমরা আস্থা অর্জন করতে চাই।”

Side banner