ঢাকা শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২
নিজ ঘরে আগুন দিয়ে

প্রতিপক্ষকে ফাঁসানোর অপচেষ্টার অভিযোগ শাকচরের সফিকুলদের বিরুদ্ধে

ভোরের মালঞ্চ | সংবাদদাতা অক্টোবর ২, ২০২৫, ০৬:৫৯ পিএম প্রতিপক্ষকে ফাঁসানোর অপচেষ্টার অভিযোগ শাকচরের সফিকুলদের বিরুদ্ধে

লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের মানিক মিয়ার বাড়ীর সফিকুল গংদের বিরুদ্ধে নিজের পাকঘরে আগুন লাগিয়ে পাশের ঘরের শরীফদের বিরুদ্ধে কাউন্টার মামলার ক্ষেত্র প্রস্তুত করার অভিযোগ করেছেন মানিক মিয়ার পুত্র শরীফ হোসেন।

 হাসপাতালে চিকিৎসাধীন মা ও স্ত্রীর পাশে থাকা শরিফ জানান, তার মা ও স্ত্রীকে ২৭ সেপ্টেম্বর তারিখে পারিবারিক সম্পত্তি নিয়ে পূর্বের বিরোধে মারধর করে সফিকুল ইসলাম ও তার পুত্র মুরাদসহ অন্যরা। মারধরের পর ঘরে তালা দিয়ে স্ত্রী সন্তানদের নিয়ে হাসপাতালে অবস্থান করা অবস্থায় লক্ষ্মীপুর মডেল থানায় মামলা দায়ের করেন মানিক মিয়ার পুত্র মো: শরীফ হোসেন। মামলা নং ৫৭/৬০৪, তারিখ ২৮/০৯/২০২৫। 
এদিকে শরীফ হোসেন তার মা ও স্ত্রীকে নিয়ে হাসপাতালে থাকা অবস্থায় ৩০ সেপ্টেম্বর তারিখে শরীফদের ঘর লাগোয়া মুরাদদের পাক ঘরে আগুন দেওয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভায়। 
সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, শরীফ ও মুরাদদের এক ঘরে তালা লাগানো। যদিও অভিযুক্ত সফিকুলের পরিবারের যারা মামলায় অভিযুক্ত তারা ছাড়া পরিবারের অন্যরা বাড়ীতে অবস্থান করছে। দেখা যায়, সফিকুলের পাক ঘর থেকে আগুন ছড়িয়ে পড়লে তা শরীফদের বসত ঘর সবার আগে ক্ষতিগ্রস্ত হতো। 
এ ব্যাপারে ভূক্তভোগী ও মামলার বাদী মো: শরীফ হোসেন বলেন, আমরা হাসপাতালে ঘুরছি আর বাড়ীও তালা মারা। অথচ সন্ধ্যার সময়ে তাদের পাক ঘরে যে আগুন দেখা যায়, তা হয়তো অসতর্কতা নয়তো তাদের পূর্ব পরিকল্পনায় আমাদের বিরুদ্ধে কাউন্টার মামলা দেওয়ার ক্ষেত্র তৈরী করা। 
এ ব্যাপারে অভিযুক্ত সফিকুল ও তাদের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয় নাই।

Side banner

গ্রামবাংলা বিভাগের আরো খবর