ঢাকা বুধবার, ০১ অক্টোবর, ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

বিক্রির দিক দিয়ে নতুন মাইলফলক চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান শাওমির

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৪:১৩ পিএম বিক্রির দিক দিয়ে নতুন মাইলফলক চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান শাওমির

বিক্রির দিক দিয়ে নতুন মাইলফলক স্পর্শ করল চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান শাওমি। চীনের বাজার দাপিয়ে বেড়াচ্ছে শাওমির সেভেনটিন সিরিজ।

 

কিছুদিন আগেই অ্যাপলকে ‘চ্যালেঞ্জ জানিয়ে’ শাওমির সেভেনটিন সিরিজ উন্মোচন করে প্রযুক্তিপ্রতিষ্ঠানটি। চীনে ওপেন সেল শুরু হওয়ার পরই শাওমি ১৭ সিরিজ ব্যাপক সাড়া ফেলে। মডেলগুলো বাজারে ছাড়ার প্রথম পাঁচ মিনিটেই সব বিক্রি হয়ে যায়। যা নতুন এক রেকর্ড গড়ে।

 

স্মার্ট ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন-৮ এলিট জেন-৫। সেভেটিন সিরিজের ডিসপ্লে ও ক্যামেরাতে থাকছে বড় ধরনের পরিবর্তন। সেই সাথে সাত হাজার মেগাহার্জের ব্যাটারি। ‘প্রো’ মডেলগুলো ‘গেম চেঞ্জার’ হিসাবে বিবেচনা করছে টেক বিশেষজ্ঞরা। সেভেনটিন সিরিজটি পরবর্তী প্রজন্মের সেরা স্মার্টফোন বলে দাবি করছে শাওমি।

Side banner