ঢাকা বুধবার, ০১ অক্টোবর, ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

এশিয়া কাপের ফাইনালে আছে বাংলাদেশও!

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০১:৪০ পিএম এশিয়া কাপের ফাইনালে আছে বাংলাদেশও!

এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এটি এই টুর্নামেন্টের ১৮তম আসর। রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় গড়াবে শিরোপা নির্ধারণী ম্যাচটি।

বাংলাদেশ ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও ফাইনালে থাকছে লাল-সবুজের ছোয়া। কেননা ঐতিহাসিক এই ফাইনাল পরিচালনার দায়িত্ব যে পেয়েছেন বাংলাদেশের দুই আম্পায়ার। 

 

তারা হলেন মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল। মুকুল ফিল্ড আম্পায়ার হিসেবে ও গাজী চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

এছাড়াও, ফিল্ড আম্পায়ার হিসেবে আরও থাকবেন আফগানিস্তানের আম্পায়ার আহমদ শাহ পাকতিন। গ্রুপ পর্ব ও সুপার ফোর ম্যাচে দক্ষতা দেখানোর কারণে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এই দুই বাংলাদেশি আম্পায়ারকে ফাইনালের জন্য নির্বাচন করেছে।

 

এশিয়া কাপে সবচেয়ে সফল দল ভারত, যারা মোট ৮ বার (১৯৮৪, ১৯৮৮, ১৯৯০-৯১, ১৯৯৫, ২০১০, ২০১৬, ২০১৮ ও ২০২৩ সালে) শিরোপা জিতেছে। এবারের টুর্নামেন্টে ভারতই একমাত্র অপরাজিত দল রয়েছে, যারা গ্রুপ পর্ব ও সুপার ফোর মিলিয়ে মোট ৬ ম্যাচ জয় করেছে।

Side banner