ঢাকা বুধবার, ০১ অক্টোবর, ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

বিসিবি নির্বাচন বয়কট করতে যাচ্ছেন ১৫ ক্লাবের প্রার্থীরা

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৯:৪০ পিএম বিসিবি নির্বাচন বয়কট করতে যাচ্ছেন ১৫ ক্লাবের প্রার্থীরা

বর্তমানে দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিবিবি) আসন্ন পরিচালক পর্ষদ নির্বাচন। আগামীকাল (বুধবার) বিসিবি নির্বাচনের প্রার্থিতা বাতিলের শেষ দিন। তার আগেই হঠাৎ করে ১৫টি ক্লাব নির্বাচন বয়কটের পথে হাঁটছে বলে জানা গেছে।  এই তথ্য নিশ্চিত করেছেন একটি ক্লাবের পরিচালক পদপ্রার্থী।

 

তিনি জানিয়েছেন, বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের কারণে ১৫টির মতো ক্লাবের প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আগামীকাল মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেন পরিচালক পদে প্রার্থী হওয়া এসব ব্যক্তিরা। এ নিয়ে আজ (মঙ্গলবার) রাতেই ক্লাবগুলোর প্রতিনিধিরা জরুরি সভায় বসছেন।

 

আগামীকাল মনোনয়ন প্রত্যাহারসহ প্রকাশিত হবে চূড়ান্ত পরিচালক প্রার্থীদের তালিকা। এর আগে আজ এক রিটের আবেদনের প্রেক্ষিতে তৃতীয় বিভাগ বাছাইয়ের ১৫টি ক্লাবের নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তাদের বিপক্ষে এখনও দুদকের অনুসন্ধান চলমান। সাবেক সভাপতি ফারুক আহমেদ ওই রিট আবেদন করেছিলেন।

 

আগামী ৬ অক্টোবর বিসিবির নির্বাচন। যেখানে ১৫টি ক্লাবের কাউন্সিলরদের ভোট প্রদান এবং প্রার্থিতা বাতিল হয়েছে। বিসিবির পরিচালক পদপ্রার্থী আরেক সদস্য বলেন, ‘১৫টি ক্লাব নিয়ে নাটক করবে এটা তো কারও কাম্য না। প্রথমে বোর্ডে একবার উঠালো সভাপতি, এরপর তো এটা ইসি কাউন্সিলরসিপ দেওয়া থেকে বিরত থাকল। পরে ওটাও পাস হলো, দেওয়া হলো কাউন্সিলরশিপ।’

 

তিনি আরও বলেন, ‘আবার আজকে রিট করে বন্ধ করে দিলো, অথচ আগামীকাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে। তার আগে এটা কেমন দেখা যায়। সবমিলিয়ে ১৫টি ক্লাবের মতো প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে যাচ্ছে আগামীকাল। আর আজকে রাতে আমাদের জরুরি একটা সভা রয়েছে। সেখানে এ বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে।’

Side banner