ঢাকা শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

সোহানের বাদ পড়ার কারণ জানালেন বাংলাদেশ কোচ

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৭:১৬ পিএম সোহানের বাদ পড়ার কারণ জানালেন বাংলাদেশ কোচ

চলমান এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত ফিনিশিং করেছিলেন নুরুল হোসেন সোহান। কিন্তু তারপরও সুপার ফোরে লঙ্কানদের বিপক্ষে একাদশে জায়গা পাননি তিনি। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছিল। তবে এবার সোহানের বাদ পড়া নিয়ে মুখ খুললেন কোচ ফিল সিমন্স। 

 

তিনি বলেন, সবারই সময় আসে। রিশাদ ভালো বল করেও একাদশের বাইরে চলে গেছে। আমরা সম্ভাব্য সেরা একাদশ নিয়ে মাঠে নামার চেষ্টা করছি। আগের ম্যাচ ভালো করেও আপনি বাদ পড়তে পারেন কম্বিনেশনের কারণে। ব্যাপারটা কঠিন, তবে একাদশ যেন সঠিকভাবে বেছে নেওয়া হয় সেই চেষ্টা করছি।

 

এশিয়া কাপের ফাইনাল খেলতে বাংলাদেশের সামনে জটিল সমীকরণ
সিমন্সের মতে, দলের ক্রিকেটারদের স্বাধীনতা দেওয়ার কারণেই টি-টোয়েন্টিতে দল ভালো করছে। এই সাফল্যকে তিনি উপভোগ করছেন।


টাইগার কোচ বলেন, বেশ ভালো যাত্রা। ক্যাপ্টেন কীভাবে দলকে নেতৃত্ব দিচ্ছে এটা আমারও বড় ভূমিকা ছিল। কোচরাও কৃতিত্ব পাবে। আমরা খেলোয়াড়দের স্বাধীনতা দিয়েছি তারা যেন মাঠে নিজেদের মেলে ধরে। এটা টি-টোয়েন্টি ক্রিকেটে খুব জরুরী, সবাই যেন নিজেদের স্কিল নিজের মতো দেখাতে পারে।

 

উল্লেখ্য, আগামীকাল রাত সাড়ে ৮টায় ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। সেই ম্যাচের একাদশেও বেশকয়েকটি পরিবর্তন আসতে পারে। সেখানে সোহানের জায়গা হয় কিনা সেটাই দেখার বিষয়।

Side banner