ঢাকা শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

বিএনপি থেকে এখন পর্যন্ত কাউকে মনোনয়ন দেয়া হয়নি: রিজভী

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০১:৩৪ পিএম বিএনপি থেকে এখন পর্যন্ত কাউকে মনোনয়ন দেয়া হয়নি: রিজভী

আগামী জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রার্থীকে সবুজ সংকেত বা মনোনয়ন দেয়া হয়নি। গঠনতন্ত্র মোতাবেক মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

 

রিজভী বলেন, বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। বিএনপি সবুজ সংকেত নয়, দলের গঠনতন্ত্র ও নীতিমালা অনুসরণ করেই মনোনয়ন দিয়ে থাকে।

 

তিনি আরও জানান, জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের জনবান্ধব হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় ও জনবান্ধব কার্যক্রমে যারা এগিয়ে থাকবেন, তারাই মনোনয়নের জন্য বিবেচিত হবেন।

 

এসময় রিজভী অভিযোগ করেন, সরকার যতই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, ততই একটি মহল ষড়যন্ত্র করছে। তারা পতিত ফ্যাসিবাদের সহায়তায় রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে।

Side banner