ঢাকা শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

বেসরকারি স্বাস্থ্য সেবার মানোন্নয়নে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা

ভোরের মালঞ্চ | স্টাফ রিপোর্টার সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১০:০৯ পিএম বেসরকারি স্বাস্থ্য সেবার মানোন্নয়নে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা

 বেসরকারি স্বাস্থ্য সেবার মানোন্নয়ন ও সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টম্বর) দুপুরে জেলা শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টারে সভাটি হয়। 


বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগণস্টিক ওনার্স এসোসিয়েশন লক্ষ্মীপুর আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন। 


সংগঠনটির জেলা সভাপতি মেহেরুল হাসান কবি রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্বাছ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. জামিলুল হক, জেলা প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ, সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ডা. রাকিবুল আহসান, সদস্য মো. নুরুল হুদা, রাশেদ হোসেন, ফরহাদ হোসেনসহ আরও অনেকে।
 

Side banner