ঢাকা শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

কুয়েতে বাংলাদেশি পণ্যের বাজার সংকুচিত হচ্ছে

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৫:১৫ পিএম কুয়েতে বাংলাদেশি পণ্যের বাজার সংকুচিত হচ্ছে

কুয়েতে বাংলাদেশি পণ্য আমদানিতে দেশের বিভিন্ন দপ্তরে অনৈতিক লেনদেন ও অসহযোগিতার কারণে বাংলাদেশি পোশাক শিল্প, মাছ, মাংস, সবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দিন দিন সংকুচিত হচ্ছে। এর ফলে কুয়েতপ্রবাসী বাংলাদেশি উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ হারাচ্ছেন। বর্তমানে কুয়েতের বাজারে ভারতসহ প্রতিবেশী দেশগুলোর পণ্য আধিপত্য বিস্তার করছে।

 

বুধবার বাংলাদেশ দূতাবাস মিলনায়তনে বাংলাদেশ থেকে আগত পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং উচ্চপর্যায়ের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে কুয়েতপ্রবাসী ব্যবসায়ীদের এক মতবিনিময় সভায় এসব বিষয় তুলে ধরা হয়।

 

কুয়েতে প্রায় সাড়ে তিন লাখ বাংলাদেশি প্রবাসী বসবাস করেন, যাদের বেশিরভাগই নিম্ন আয়ের সাধারণ শ্রমিক। আয়ের তুলনায় এখানে চিকিৎসা ব্যয় অনেক বেশি। এছাড়া ভাষাগত সমস্যার কারণে অসুস্থ হলে হাসপাতালগুলোতে বাংলাদেশিদের ভোগান্তিতে পড়তে হয়। তাই সরকারের সহযোগিতায় কুয়েতে একটি বাংলাদেশি হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানান ব্যবসায়ীরা।

 

রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় কুয়েতপ্রবাসী ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন দেশের উচ্চপর্যায়ের বিভিন্ন মন্ত্রণালয়ের নেতারা। তারা তাদের কিছু প্রশ্নের জবাব দেন এবং আলোচনার মাধ্যমে অন্যান্য সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন।

Side banner