চলমান এশিয়া কাপে ভারতের বিপক্ষে পাত্তা পায়নি পাকিস্তান। গ্রুপ পর্বের পর সুপার ফোরেও ম্যান ইন ব্লুদের কাছে বাজভাবে হারতে হয়েছে পাকিস্তানকে। আর দলের এই ব্যর্থতা খবর পৌঁছে গেছে পাকিস্তানের বিশ্বজয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরানের কাছে। সেই সঙ্গে ভারতকে হারানোর মন্ত্রও বলে দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল (সোমবার) কারাগারে ইমরান খানে সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তার বোন আলিমা খান। এ সময় ভারতের বিপক্ষে হারের বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। এ সময় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ও আর্মি চিফ জেনারেল মুনিকে খোঁচে মেরেছেন ইমরান।
এ নিয়ে গণমাধ্যমকে আলিমা বলেন, ইমরান প্রস্তাব দিয়েছেন, আর্মি চিফ জেনারেল মুনির এবং পিসিবির চেয়ারম্যান নকভির পাকিস্তানের হয়ে ওপেন করা উচিত।
এখানেই থামেননি ইমরান, তিনি বলেন, ভারতকে হারাতে গেলে আম্পায়ার হিসাবে থাকতে হবে পাকিস্তানের প্রাক্তন প্রধান বিচারপতি কাজ়ি ফয়েজ ইশা এবং মুখ্যনির্বাচন আধিকারিক সিকান্দর সুলতান রাজাকে। ইসলামাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতি সরফরাজ দোগারকে তৃতীয় আম্পায়ার হিসাবে দেখতে চান ইমরান।
২০২৩-এর অগস্ট থেকে কারাবন্দি ইমরান খান। তিনি মনে করেন, নকভির অযোগ্যতা এবং স্বজনপোষণই পাকিস্তান ক্রিকেটের দুর্দশার জন্য দায়ী।
এ ছাড়াও তিনি বিশ্বাস করেন, গত বছর নির্বাচনে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর ভরাডুবির কারণ জেনারেল মুনির। তার বিশ্বাস, প্রাক্তন প্রধান বিচারপতি ইশা এবং মুখ্যনির্বাচন আধিকারিক রাজার সাহায্যেই মুনির তার বিরুদ্ধে চক্রান্ত করে ছিলেন।
আপনার মতামত লিখুন :