ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর প্রিমিয়ার ফুটবল লিগের নাম বদলে যাচ্ছে। এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ (বিপিএল) নামে পরিচালিত এই প্রতিযোগিতার নতুন নামকরণ করা হয়েছে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাহী কমিটির জরুরি সভা শেষে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
২০০৭ সালে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সুপারিশে বাফুফে প্রথমবার পেশাদার লিগ চালু করে। তখন নামকরণ হয়েছিল ‘বি লিগ’। ২০০৮ সালে কাজী সালাউদ্দিন সভাপতি হওয়ার পর সেটির নাম হয় ‘বাংলাদেশ লিগ’। এরপর ২০১১ সালে আবার পরিবর্তন হয়ে ‘বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ (বিপিএল)’ নামে পরিচিতি পায়। দীর্ঘ এক যুগ পর এবার আবারও নাম পরিবর্তন হলো।
বাফুফে সূত্র জানিয়েছে, ক্রিকেটের বিপিএলের সঙ্গে ঘরোয়া ফুটবলের লিগের নামের মিল থাকায় দর্শক-সমর্থকদের মাঝে বিভ্রান্তি তৈরি হতো। পাশাপাশি নতুন ব্র্যান্ডিংয়ের উদ্দেশ্যেই এ নাম পরিবর্তন করা হয়েছে। নাম পরিবর্তনের ফলে লিগের নতুন লোগোও উন্মোচিত হবে।
পাকিস্তানের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) থেকে মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের এই শীর্ষ আসর। শেষ মুহূর্তে নাম পরিবর্তনের কারণে নতুন ব্যানার ও প্রচারণার কাজে তোড়জোড় চলছে। স্পন্সরশিপ নিয়েও কাজ করছে বাফুফে। গত কয়েক মৌসুম বসুন্ধরা গ্রুপ স্পনসর থাকলেও এবার নতুন স্পন্সরের সঙ্গে আলোচনা প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখনো।
আপনার মতামত লিখুন :