বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অর্থনৈতিকভাবে বেশ শক্ত অবস্থানেই আছে। দেশের ক্রীড়াঙ্গনে বিসিবি সবচেয়ে ধনী বোর্ড। গেল এক দশকেও অর্থনৈতিকভাবে বেশ সমৃদ্ধ হয়েছে ক্রিকেট বোর্ড। তবে বর্তমানে বিসিবির ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে, তা হয়তো অনেকেরই অজানা। তবে এবার আনুষ্ঠানিকভাবে জানা গেল, বিসিবির কোষাগারে কত টাকা আছে।
বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হচ্ছে আগামী মাসেই। এরপর ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন। তার আগে সোমবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের শেষ বোর্ড সভা। সভা শেষে বোর্ডের পরিচালক ইফতেখার রহমান মিঠু কথা বলেছেন সংবাদমাধ্যমের সঙ্গে। এ সময় বিভিন্ন বিষয় তিনি তুলে ধরেছেন, তার মধ্যে ব্যাংকে কত টাকা রেখে যাচ্ছে বর্তমান পরিচালকরা, তাও জানিয়েছেন।
মিঠু জানিয়েছেন, বর্তমান ক্রিকেট বোর্ড ১ হাজার ৩৯৮ কোটি টাকা রেখে যাচ্ছে। এর মধ্যে কিছু টাকা আছে এফডিআর হিসেবে। অন্যদিকে নগদ ক্যাশও আছে কিছু।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের শেষ সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত
২০২১ সালের নির্বাচনে দায়িত্ব পাওয়া এই পর্ষদে তিনজন সভাপতি দায়িত্ব পালন করেছেন। গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর বিসিবির দায়িত্ব হারান নাজমুল হাসান পাপন। এরপর বোর্ডের দায়িত্বে আসেন ফারুক আহমেদ। তবে তিনি বোর্ড সভাপতির দায়িত্ব পালন করেছেন মাত্র ৯ মাস।
এরপর বোর্ড সভাপতির দায়িত্ব নেন আমিনুল ইসলাম বুলবুল। গত চার মাস ধরে বোর্ডের দায়িত্ব পালন করে আসছেন তিনি। তার সভাপতিত্বেই সোমবার রাত ৯টা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের শেষ সভা।
সভা শেষে মিঠু বলেন, ‘আমরা (বর্তমান কমিটি) প্রায় ১৪০০ কোটি টাকার মতো রেখে যাচ্ছি। সঠিক সংখ্যাটা যদি বলি, প্রায় ১ হাজার ৩৯৮ কোটি টাকা রেখে যাচ্ছি। ইনক্লুডিং এফডিআর, ক্যাশ ইন হ্যান্ড বা ক্যাশ ইন ব্যাংক, এসব নিয়ে প্রায় ১৪০০ কোটি টাকা।’
আপনার মতামত লিখুন :