ভিসামুক্ত প্রবেশ সুবিধা চালুর ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। নতুন এই নিয়মে মিয়ানমারের পাসপোর্টধারীরা সর্বোচ্চ ১৪ দিন পর্যন্ত ভিসা ছাড়াই মালয়েশিয়ায় থাকতে পারবেন। শনিবার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম মিজিমা এ তথ্য জানিয়েছে।
ইয়াঙ্গুনে অবস্থিত মালয়েশিয়ার দূতাবাস জানায়, ভ্রমণ সহজ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে চূড়ান্ত অনুমতির বিষয়টি মালয়েশিয়ার অভিবাসন কর্মকর্তাদের ওপর নির্ভর করবে। অর্থাৎ, ভিসা ছাড়াই প্রবেশ সুবিধা থাকলেও প্রবেশের নিশ্চয়তা দেওয়া হয়নি।
দূতাবাস স্পষ্ট করেছে, এই সুবিধা কেবলমাত্র পর্যটন উদ্দেশ্যে প্রযোজ্য। যারা অবৈধভাবে অবস্থান করতে চান, তাদের জন্য এটি প্রযোজ্য নয়। এ ছাড়া মিয়ানমারের যেসব নাগরিক মালয়েশিয়া ভ্রমণ করবেন, তাদের পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে।
নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, ভ্রমণকারীদের অতিরিক্ত পাসপোর্ট সাইজ ছবি, হোটেল বুকিং বা থাকার জায়গার প্রমাণপত্র, ফিরতি বিমান টিকিট এবং অন্তত এক হাজার মার্কিন ডলার ‘শো মানি’ সঙ্গে রাখতে হবে। প্রয়োজনে মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ এসব কাগজপত্র ও অর্থ যাচাই করবে।
মালয়েশিয়া সরকার আশা করছে, এ উদ্যোগে দুই দেশের মধ্যে পর্যটন ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। তবে যারা ভ্রমণের আড়ালে স্থায়ীভাবে থেকে যাওয়ার চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :