ইসরায়েলের সঙ্গে তৃতীয় একটি সামরিক চুক্তি বাতিল করেছে স্পেন, যার মূল্য ছিল প্রায় ২০ কোটি ৭০ লাখ ইউরো। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ-এর বরাতে জানা গেছে, গাজায় চলমান সহিংসতা এবং আন্তর্জাতিক চাপের প্রেক্ষাপটে স্পেন এই সিদ্ধান্ত নিয়েছে।
গত মঙ্গলবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা অনুমোদন করেছে স্পেন সরকার। এই নিষেধাজ্ঞার ফলে ইসরায়েলের সঙ্গে সকল ধরনের সামরিক সরঞ্জাম, প্রতিরক্ষা প্রযুক্তি এবং সংশ্লিষ্ট উপকরণের আমদানি ও রফতানি পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
স্পেনের অর্থমন্ত্রী কার্লোস কুয়ের্পো এই সিদ্ধান্তকে একটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক অগ্রগতি হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘এই সিদ্ধান্ত ইসরায়েলের ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে একটি সাহসী ও অগ্রণী পদক্ষেপ।’
বিশ্বজুড়ে গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন ও বেসামরিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে নিন্দা ও প্রতিক্রিয়ার মধ্যেই স্পেনের এই সিদ্ধান্ত এসেছে। এটি আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :