ঢাকা বুধবার, ০১ অক্টোবর, ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২
শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে

তৃতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন মূল তদন্ত কর্মকর্তা

ভোরের মালঞ্চ | অনলাইন ডেস্ক সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১২:১৫ পিএম তৃতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন মূল তদন্ত কর্মকর্তা

জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে৩য় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন মামলার মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীর। তিনি এ মামলায় ৫৪তম ও শেষ সাক্ষী।

 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তিনি জবানবন্দি দেয়া শুরু করেন তিনি।

 

জবানবন্দিতে তিনি বলেন, গত ১৫ বছরে গুম,খুন,হত্যা,নির্যাতন এবং বিরোধী পক্ষকে দমন করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলো শেখ হাসিনার সরকার। জুলাই আগষ্টের আন্দোলন চলাকালে ৪১ জেলার ৪৩৮ স্পটে হত্যকাণ্ড হয়েছে আর মারণাস্ত্র ব্যবহার হয়েছে ৫০ টিরও বেশি জেলায়।সাক্ষ্যগ্রহণ সরাসরি সম্প্রচার করা হচ্ছে বিটিভি এবং ট্রাইব্যুনালের ফেসবুক পেইজ থেকে।

 

এর আগে সোমবার দেয়া সাক্ষ্যে তদন্ত কর্মকর্তা বলেন, সরকারি হিসেব মতেই ৩ লাখ ৫ হাজার রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী।

 

এদিকে, জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়েছেন ট্রাইব্যুনাল-২। সাক্ষী অসুস্থ থাকায় পরবর্তী দিন ধার্য করা হয়েছে সোমবার।

Side banner