আফগানিস্তান সিরিজ সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। আগামী ২ অক্টোবর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সবগুলোই হবে শারজাহতে।
সদ্য সমাপ্ত এশিয়া কাপে ফাইনালে খেলার সম্ভাবনা জাগিয়েও তৃতীয় হয় বাংলাদেশ। এশিয়া কাপ অভিযানের শেষে আফগান সিরিজের আগে তামিম-হৃদয়রা সবচেয়ে বেশি উন্নতি দেখতে চাইবে ব্যাটিং ডিপার্টমেন্টে। ইনজুরিতে নিয়মিত অধিনায়ক লিটন দাস ছিটকে যাওয়ায় ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলীর ব্যাটে রান আসাটা খুব জরুরি। অফ ফর্মে থাকা এই ব্যাটারকে নিয়ে কাজ করেছে টিম ম্যানেজেমেন্ট।
এশিয়া কাপে বেশি কিছু ক্যাচ মিস করে শেখ মেহেদী-ইমনরা। তার খেসারত দিতে হয় গুরুত্বপূর্ণ ম্যাচ হেরে। তাই ফিল্ডিংয়েও উন্নতি প্রয়োজন টাইগারদের।
২, ৩ ও ৫ অক্টোবর হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো। সিরিজের পর আবুধাবিতে ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল।
আফগানিস্তান সিরিজে বাংলাদেশ দল:
জাকের আলী (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও সৌম্য সরকার।
আপনার মতামত লিখুন :