ঢাকা শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

ক্ষমতার লোভে ফতোয়া গুরিয়ে পূজামন্ডপে জামায়াত: খায়ের ভুঁইয়া

ভোরের মালঞ্চ | ফরহাদ হোসেন অক্টোবর ৩, ২০২৫, ১০:০০ পিএম ক্ষমতার লোভে ফতোয়া গুরিয়ে পূজামন্ডপে জামায়াত: খায়ের ভুঁইয়া

খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া বলেছেন, জামায়াত ক্ষমতার লোভে, এবছর দুর্গামন্ডপে গিয়েছে। সেখানে গিয়ে উল্টা-পাল্টা বক্তব্য দিচ্ছে। সামনে ভোট, এজন্য ফতোয়া গুরিয়ে দিয়েছে। অথচ, সারাজীবন বলেছে। হিন্দুদের পূজায় যাওয়া গুনাহের কাজ। কিন্তু বিএনপি সকল ধর্মের লোকদের নিয়ে রাজনীতি করে। কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যায়ের কমিটিগুলোতে হিন্দু সম্প্রদায়ের লোক রয়েছে। বিএনপি জাতীয়তাবাদ ও গণতন্ত্রে বিশ্বাসী।   


শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়ন শ্রমিকদলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির এ নেতা। শ্রমিকদলের সদর পশ্চিম শাখার আয়োজনে টুমচর আসাদ একাডেমী স্কুল এন্ড কলেজের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।


খায়ের ভূঁইয়া আরও বলেন, বিএনপি সরকার আমলেই শ্রমিকদের মঞ্জুর কমিশন, বেতন, উৎসব বোনাস, কর্মঘন্টা নির্ধারণ ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে । আর সেই আধুনিকায়নের ছোঁয়ায় সারাবিশে^ এখন  দেশের শ্রমিকদের চাহিদা বেড়েছে। যে যেখানে আছে সেখানে অবদান রাখতে সক্ষমতা অর্জন করেছেন। যার ফলে বাংলাদেশের সম্মান বৃদ্ধি পেয়েছে। 


বিগত ফ্যাসিস্টের ক্ষমতামলে দেশের শ্রমিক সংগঠন অনেক অবহেলার শিকার হয়েছেন। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় পাশে ছিল এবং আছে। আন্দোলন সংগ্রামেও তাদের শ্রমিকদের ভূমিকা ছিল। এ দেশে সর্বপ্রথম শ্রমিকদের মুল্যায়ন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ধারাবাহিকতা বজায় লেখেছেন খালেদা জিয়া।


এসময় বক্তব্য রাখেন, বিএনপি নেতা আব্দুল করিম ভূঁইয়া মিজান, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খোকন, মহিউদ্দিন পাটোয়ারী বিটু, জামাল হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিঙ্কন, ইউনিয়ন বিএনপির সভাপতি মাকসুদুর রহমান, সেক্রেটারি জামাল উদ্দিন, যুবদলের সভাপতি মুক্তার হোসেন, শ্রমিকদলের দেলোয়ার হোসেন, ইউছুপ আলী প্রমুখ। 


কর্মী সম্মেলন পরবর্তী ইউনিয়ন শ্রমিক দলের কমিটি ঘোষনা করা হয়। এতে মঞ্জুর এলাহীকে আহ্বায়ক ও আবু সুফিয়ান শুভকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। 

Side banner

গ্রামবাংলা বিভাগের আরো খবর